একটা দীর্ঘ চুম্বনের উপাখ্যান
একটা দীর্ঘ চুমুর জন্য
এক আষাঢ় বৃষ্টি নিয়ে অপেক্ষা করবো ব্যাকুল বাসনায়
মাখন ঠোঁটের ছোবলে
দ্বিতীয়বার খুন হবো স্বেচ্ছায়
বাহুর বন্ধন দূরে ঠেলে
যে অতৃপ্ত চুম্বন রাষ্ট্রীয় নিষেধাজ্ঞার কবলে
মুখ থুবড়ে পড়ে আছে ভোরের স্নিগ্ধতায়
তাকে আরেকবার তুলে আনবো ভেজা রাস্তায়।
আমার ঘুমজাগা চোখে
রুক্ষ চুলের বিনুনিতে
তোমার ঘন শ্বাস এখনো লেগে আছে
এমন অসহ্য ক্ষুধা বুকে নিয়ে
কী করে কোনো একলা নারী পেছনে ফেলে আসে
অগ্নিস্পর্শের মাদকতা
অপ্রেমে হলেও জানতে চাই যুবক
ঠোঁটের শ্লীলতা ভেঙে
লোমশ স্পর্শে গোগ্রাসে গিলে নিতে চাই
একটা দীর্ঘ চুম্বন…।