দরিদ্রদের জন্য নিজ হাতে মাস্ক সেলাই করছেন রাষ্ট্রপতির স্ত্রী
বিশ্বমহামারি করোনাভাইরাসে লণ্ডভণ্ড হয়ে পড়েছে ভারতের জনজীবন। গণসংক্রমণ ঠেকাতে ভারতজুড়ে আরোপিত লকডাউনে আছে মানুষ।
লকডাউনের এই সময়ে গরিবদের জন্য মাস্ক সেলাইয়ে সময় কাটাচ্ছেন ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোভিন্দের স্ত্রী সবিতা কোভিন্দ।
করোনা মোকাবেলায় দরিদ্রদের সুবিধার্থে নিজের হাতে মাস্ক তৈরি শুরু করেছেন ফার্স্ট লেডি সবিতা। করোনার প্রেক্ষিতে দিল্লির বিভিন্ন আশ্রয়কেন্দ্রে যারা থাকছেন তাদের হাতেই তুলে দেওয়া হচ্ছে এই মাস্ক।
সম্প্রতি প্রকাশ্যে আসে একটি ছবি। সেখানে লাল রঙের একটি মাস্ক পরিহিত অবস্থায় সেলাই মেশিন ব্যবহার করতে দেখা যায় সবিতাকে।।
এ প্রসঙ্গে সবিতা বলেন- ‘কোভিড-১৯ মহামারির বিরুদ্ধে প্রত্যেকে লড়াই করতে পারে। আমিও এই লড়াইয়ে নিজেকে যুক্ত করেছি।’
তার স্বামী একদিকে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন। অন্যদিকে স্বামীর সাথে মানুষের পাশে দাঁড়ানোর উপায় বের করেছেন তিনি। এই দুর্যোগে জনকল্যাণের সুযোগকে কেনই বা হাতছাড়া করবেন? তার এই উদ্যোগে ভারতজুড়ে প্রশংসা করা হচ্ছে।
সংবাদ২৪/অনলাইন/এমসি