দেশে করোনায় আরও ৫০ জনের মৃত্যু
বিশ্ব মহামারী করোনাভাইরাসে দেশে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট দুই হাজার ৬৬৮ জনের প্রাণহানি হয়েছে।
গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ৯২৮ জন। এ নিয়ে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল দুই লাখ সাত হাজার ৪৫৩ জনে।
সোমবার (২০ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৯১৪ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এক লাখ ১৩ হাজার ৫৫৬ জন।
২৪ ঘন্টায় মারা গেছেন আরও ৫০ জন।ফলে মৃতের সংখ্যা দাঁড়াল দুই হাজার ৬৬৮জনে।
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৩২৯টি । পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৩৬২টি নমুনা। এ নিয়ে দেশে মোট ১০ লাখ ৪১ হাজার ৬৬১টি নমুনা পরীক্ষা করা হলো। নতুন নমুনা পরীক্ষায় পজেটিভ আসে আরও দুই হাজার ৯২৮ জনের দেহে।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়। এর পর একের পর এক আক্রান্ত ও মৃত্যু বেড়ে চলছে। এখন পর্যন্ত সর্বাধিক আক্রান্ত রাজধানী শহর ও নারায়ণগঞ্জ জেলায়।
যার ফলে সারাদেশে কার্যত লকডাউন জারি রেখেছে সরকার। প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার ঠেকাতে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। নিয়েছে আরও নানা পদক্ষেপ। বিভিন্ন শ্রেণীর মানুষের জন্য সরকারীভাবে ঘোষনা করা হয়েছে একাধিক প্রণোদনা প্যাকেজ।
যদিও এরই মধ্যে সীমিত পরিসরে ঢাকাসহ বিভিন্ন এলাকার কিছু পোশাক কারখানা সীমিত পরিসরে খুলতে শুরু করেছে। তবে সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করা না গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে কি-না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। এই অবস্থা বেশি দিন চলতে থাকলে দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়ছে বলে হতাশা জানাচ্ছেন বিশ্লেষকরা।
বিশ্বে এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪৬ লাখ ৬০ হাজার ৪৩৬ জন। মারা গিয়েছেন ৬ লাখ ৯ হাজার ১৭৫ জন। করোনার সাথে লড়াই করে এখন পর্যন্ত ৮৭ লাখ ৮৫ হাজার ২৫৪ জন মানুষ সুস্থ হয়েছেন।
সংবাদ২৪/এসডি