হেলাল আহমেদের কবিতা ‘যেন তুমি খোদার মতো’
যেমন সকাল তোমায় আদর করে
শিশির ভেজায় সবুজ ঘাসের বুক,
খুব করে চাই তেমন করেই ঠিক
আমার নামেও একটা সকাল হোক।
যেমন নদী তোমার চোখের কোণে
উদাস হাওয়ায় জল খেলিয়ে নাচে;
আমার চোখেও তেমন একটা নদী
তোমার দায়ে আজও বেঁচে আছে।
যেমন পাখি তোমায় শোনায় গান
যেমন করে শয়ন ভাঙায় রোজ,
আমার বুকেও তেমনি একটা পাখি
এ ঘর, ও ঘর- করছে তোমার খোঁজ।
যেমন করে সূর্য ডুবার আগে
আকাশ কেঁদে লাল হয়ে যায় চোখ,
তেমনি কাঁদে আমার চোখও- জানো?
একটু আকাশ আমার নামেও হোক?
যেমন করে দিনের পরে রাত
রাতের পরে নতুন করে দিন,
তেমন করে খোদার পরে তুমি
আমার খোদা ব্যর্থ তুমিহীন।